বাবার আমেরিকাতে থাকার সুবাদে জানতাম একদিন আমিও আমেরিকাতে আসব। আর আসার কিছুদিন পূর্ব থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নগুলো ছিল এমন যে – আমি লিফটে করে অনেক উঁচু বিল্ডিংএ উঠে যাচ্ছি। ইউএসএ আসার পরে অমন অনেক উঁচু বিল্ডিংএ উঠেছি। এমনকি চাকরির সুবাদে ট্রেনিয়ের জন্য যখন শিকাগো শহরে গিয়েছি তখন সিয়ার্চ টাওয়ারেও (এখন অবশ্য নাম পরিবর্তন হয়েছে) উঠেছি।
এখন স্বপ্ন পরিবর্তন হয়েছে – বেশ কয়েক বছর যাবত স্কুল কলেজের বন্ধুদের স্বপ্ন দেখি যারা সবাই বাংলাদেশে থাকে। হাইরে মানুষের মন কখন যে কি চায় (মনের মাথা খারাপ মনে হয়)।
24th March, we are going to get together (batch 92)