মানুষের মন

by | 2 Nov 2014

বাবার আমেরিকাতে থাকার সুবাদে জানতাম একদিন আমিও আমেরিকাতে আসব। আর আসার কিছুদিন পূর্ব থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নগুলো ছিল এমন যে – আমি লিফটে করে অনেক উঁচু বিল্ডিংএ উঠে যাচ্ছি। ইউএসএ আসার পরে অমন অনেক উঁচু বিল্ডিংএ উঠেছি। এমনকি চাকরির সুবাদে ট্রেনিয়ের জন্য যখন শিকাগো শহরে গিয়েছি তখন সিয়ার্চ টাওয়ারেও (এখন অবশ্য নাম পরিবর্তন হয়েছে) উঠেছি।

এখন স্বপ্ন পরিবর্তন হয়েছে – বেশ কয়েক বছর যাবত স্কুল কলেজের বন্ধুদের স্বপ্ন দেখি যারা সবাই বাংলাদেশে থাকে। হাইরে মানুষের মন কখন যে কি চায় (মনের মাথা খারাপ মনে হয়)।

1 Comment

  1. zahid

    24th March, we are going to get together (batch 92)

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Other Posts

Eid Mubarak

Eid-ul-Ajha is a two-and-a-half-day celebration. Today is the first day and this morning, we went to pray at our local Northeast Philadelphia Islamic Center. We attended the first jamat at 8:00am. The main Eid prayer took place in the front yard of the mosque, but we...

ইংরেজিতে না প্লিজ

সাধারণত বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলায় পড়ানো হয়। সেখানে ইংলিশের চর্চা নেই বললেই চলে। কিন্তু এসব প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি নিয়েই অনেক বাংলাদেশী মনে করে তারা যেহেতু সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ফেলেছে এখন অবশ্যই ইংরেজিতে লেখার যোগ্যতা অর্জন করে...

Color of Validation Text

You may have noticed that the color of the validation text is black in framework 4.0. To make it red again I found the following solution but some users say that it doesn’t work always. <?xml version="1.0"?> <configuration> <system.web>...

Hiding GridView Columns

I desperately needed to hide/show some columns of my GridView since I was showing the same user control to different groups of users and they didn't need to see the same information. The columns’ property Visible takes Boolean value true/false but doesn't take the...

Singularity

The statistician I. J. Good wrote “Intelligence Explosion” where he suggested that if a machine is created to be more intelligent than humans, it will be able to create a better machine. This process recursively creates an increasingly intelligent machine, which leads...

America’s birthday 2022

Last two years we watched fireworks from home, so we went to see the fireworks yesterday at the park about 2.5 miles away from our house. I drove around the park but didn't get any parking, so I double parked on a street next to the park and took a quick video (linked...

Sequestration Sickens Me

I thought working for our government is rewarding in itself. I am sorry to say that our legislatures love to belittle us every chance they get. We were deprived of any pay raise for the last two years when living and insurance costs went up. We already got 2% pay cut...