প্রতারণা

by | 18 Jul 2014

ফেসবুকে আরিফ ভাইয়ের স্ট্যাটাস দেখে আমারও কিছু প্রতারণার অভিজ্ঞতা মনে পড়ে গেল…
আমার গুলো অবশ্য আমেরিকাতে। বুঝতে পারছি না কারা আগে আবিষ্কার করেছে এই কৌশলগুলো?
১) ১৯৯৭ এর কথা বেশিদিন হয়নি আমেরিকাতে এসেছি। মানহাত্তানের সহ (SOHO @ Manhattan) তে একটা স্টোরে ক্যাশিয়ারের কাজ করি। লাঞ্চের সময় স্টোরের আশেপাশে ঘুরাঘুরি করছিলাম হঠাৎ এক লোক সামনে এসে বলল তার হেল্প দরকার – উয়ালেট হারিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য ট্রেন / বাস এর টিকিট কিনতে তার কিছু ডলার লাগবে। যত বেশি দিতে পারি সমস্যা নেই কারন উনি বাড়ি গিয়েই আমার ডলার মেইল করে দিবেন। চেহারা এবং পোশাক দেখে ভদ্রই মনে হল তারপর ইন্ডিয়ানদের মত দেখতে তাই একটু মায়া লাগল – হাতে আবার একটা ব্রিফকেসও আছে। সঙ্গে ৬/৭ ডলারের মত ছিল দিলাম এবং দোকানের ঠিকানা লিখে দিয়ে এলাম। দোকানে এসে বাঙালী ম্যানেজারকে ঘটনা বললাম উনি হাসতে শুরু করলেন – “তোমাকে বোকা বানাইছে, জীবনেও ওই টাকা আর পাবা না। ভাগ্য ভাল তেমন বেশি নিতে পারেনাই”। উনার কথাই সত্যি হয়েছিল। FYI – ইন্ডিয়ান, গায়ানিজ, কিছু সাউথ আফ্রিকান এবং কিছু ক্যারিবিয়ান দ্বীপের লোকদের দেখতে আমাদের মতই মনে হয় তাই ওই প্রতারকটা কোন দেশের ছিল জানিনা।

২) দ্বিতীয় ঘটনা ২০০৩ সালের এতদিনে আমি ব্যাচলর করে এফএএ (Federal Aviation Administration – FAA) তে সামার ইন্টার্ন হিসাবে কাজ করছি। আমাদের অফিসটা হোয়াইট হাউজের কাছাকাছি (1500 K Street)। লাঞ্চে প্রায়ই হোয়াইট হাউজের সামনের পার্কে ঘুরাঘুরি করি। একদিন ওখান থেকে ফেরার পথে আর এক লোক (ইন্ডিয়ানদের মত দেখতে) একই কাহিনী শুনাল। আশ্চর্যজনকভাবে এদের কাছে কাগজ কলম রেডি থাকে ঠিকানা লেখার জন্য – বাড়ি গিয়েই ডলার মেইল করে দিবে। পূর্ব অভিজ্ঞতার কারনে বললাম আমার কাছে কোন ক্যাশ নেই তবে আমার কলিগদের কারও কাছে থাকতেও পারে। ভাবছিলাম এতেই চলে যাবে কিন্তু লোকটা পেছন পেছন আসতে লাগলো। অফিস বিল্ডিং এর কাছাকাছি আসার পর বললাম ওদের কেউ যে ডলার দিবেই এর কোন গ্যারান্টি নেই – এবার লোকটা থামল। একবার মনে হয়েছিল পুলিশে দেই কিন্তু শিউর ছিলাম না, তাছাড়া প্রমান কি সে যে প্রতারক।

৩) এই ঘটনা ঘটেছিল কুইন্স এর জ্যাকসন হাইটস্‌ এ (মনে নেই কোন সালে) – রাস্তা দিয়ে হাঁটছিলাম একটা ভ্যানের কাছাকাছি আসতে স্প্যানিশ এক মহিলা বাচ্চা কোলে নিয়ে কাছে এসে বলছে তাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে বাড়িতে যেতে পারছে না তাই গাড়ির তেল কিনার মতো কিছু ডলার দিয়ে হেল্প করেন। মোটামুটি অভিজ্ঞতার কারনে বললাম সরি আমার কাছে কোন ক্যাশ নেই। পরে ওদের করুন মুখ মনে করে খারাপই লাগল বিশেষ করে বাচ্চাটার কথা মনে করে। পরে জেনেছিলাম এটাও টাকা উপার্জনের নতুন কৌশল। আমার ছোট ভাইয়ের মন আমার চেয়ে একটু বেশী নরম এবং অমন কাহিনী শুনে সে বেশকিছু ডলার দিয়েছিল আর পরে জেনেছিল যে সে প্রতারিত হয়েছিল।

-এই কৌশলগুলোর ক্রেডিট কে নিবে আমারিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, না স্প্যানিশ কোন দেশ?

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Other Posts

Telework

In our agency, employees are required to come to office only once in a week, so that their computer can get updates from the agency network. Rest of the days they are allowed to work from remote locations (home, hotel, etc.) which is called telework. I think 1/2 days...

AT&T Cheated Me

I complained many times against AT&T, still stayed with them because they gave me good prices for phones. This time they lied to me and I believe I won’t stay with them after my contract is over unless they give me what they promised. First, they sold me Samsung...

#whirlpoolsalescrap

Last year when we remodeled our kitchen we bought a microwave oven (over the range), dish washer and a regular oven (free standing gas range) manufactured by whirlpool. Within first week the handle of the microwave was deformed by heat. It had warranty for a year, so...

Color of Validation Text

You may have noticed that the color of the validation text is black in framework 4.0. To make it red again I found the following solution but some users say that it doesn’t work always. <?xml version="1.0"?> <configuration> <system.web>...

My Grandmother

My mother’s mother is an unfortunate woman. She lost a daughter at its infancy, a son died at his childhood, a daughter died leaving three little kids – she raised the youngest one of them. Her husband died in her mid forties. Never married again she lived most of her...

Making Money Using Laws

I am astonished to see that NY DMV fined me $130 ($50 fine + $80 Surcharge) for failing to show current insurance proof. I had both current and old insurance proofs in the same envelope because the new insurance proof comes long before the old one expires. By mistake,...

ইংরেজিতে না প্লিজ

সাধারণত বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলায় পড়ানো হয়। সেখানে ইংলিশের চর্চা নেই বললেই চলে। কিন্তু এসব প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি নিয়েই অনেক বাংলাদেশী মনে করে তারা যেহেতু সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ফেলেছে এখন অবশ্যই ইংরেজিতে লেখার যোগ্যতা অর্জন করে...