ইংরেজিতে না প্লিজ

by | 27 Nov 2013

সাধারণত বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলায় পড়ানো হয়। সেখানে ইংলিশের চর্চা নেই বললেই চলে। কিন্তু এসব প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি নিয়েই অনেক বাংলাদেশী মনে করে তারা যেহেতু সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ফেলেছে এখন অবশ্যই ইংরেজিতে লেখার যোগ্যতা অর্জন করে ফেলেছে। তাছাড়া ইংরেজিতে না লিখলে মান থাকেনা। দুই/একটা ভুল করলে কথা ছিলনা কিন্তু এরা (সবাই না; অনেকে ভাল লিখে) যে ইংরেজি লিখে তা ভয়াবহ। এগুলো আমি জানি কারণ এদের কয়েকজন আমার এবং আমার স্ত্রীর বন্ধু এবং আমি প্রচুর বাংলা খবর পড়ি পাঠকের মতামতসহ।

আমেরিকাতে আসার আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক বছরের বেশি পড়াশোনা করেছি। সাভারে বাসা থাকার সুবাদে আমি প্রতি সপ্তাহে বাসা থেকে আমার হলে (এম এম এইচ) যাতায়াত করতাম। একদিন হলে যাবার সময় আমাদের সদ্য পাশ করা এক ভাইও কোন কারনে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন একই বাসে। এক দাঁড়িয়ে থাকা যাত্রী অনিচ্ছাকৃতভাবে আমাদের সম্মানিত বড় ভাইয়ের গায়ে ধাক্কা লাগলে উনারা দুইজন কিছুক্ষণ তর্কাতর্কিতে লিপ্ত হন। আমাদের বড়ভাই উনার বিদ্যা জাহির করার জন্য ইংরেজিতে তর্ক করেন। এছাড়া উনার নতুন স্ট্যাটাস বোঝানোর অন্য কোন উপায় জানা ছিলনা বোধ হয়।

সদ্য বিসিএস এ চাকরি পাওয়া আমার এক আত্মীয় তর্কাতর্কির এক পর্যায়ে তার বাবাকে বলেছিল “কারসাথে কথা কয় টের পায়না” – নতুন স্ট্যাটাস বোঝানোর দরকার হয়ে পড়েছিল তার। সর্বোচ্চ সম্মানসহ আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেও নিজেকে কোন কেউকাটা মনে হয়না। যাহোক এখানকার ক্লাসগুলোতে বিশেষ করে ইংলিশ এবং সাহিত্য ক্লাসে প্রচুর লেখালেখি করতে হয়। এজন্য অনেক সময় আমাকে রাইটিং সেন্টারে কাটাতে হয়েছে লেখার ভুল ঠিক করার জন্য। এতকিছুর পরেও ইংরেজিতে লিখতে আমি সাচ্ছন্দ্য বোধ করি না। এদিকে বাংলাও ভুলে যাচ্ছি চর্চার অভাবে। আমাদের নতুন ইংরেজি লেখকরা নিয়ম কানন তেমন তোয়াক্কা করেননা – উনারা সদ্য পাওয়া ট্যালেন্ট/স্ট্যাটাস জাহির করতে ব্যস্ত। দুর্ভাগ্যজনকভাবে এরা জানেও যে তাদের ইংরেজি লেখা কত খারাপ কারন ভদ্রতার খাতিরে যারা জানে তারা বলে না। আবার সব জেনে ফেলেছি মনোভাবের কারনে এরা কারও কাছে নিজের লেখা ঠিক করে নেয়ার প্রয়োজনও বোধ করে না। যেহেতু এরা সবাই ভালো বাংলায় লিখতে পারে তাই হাস্যকর ইংরেজি লেখার চাইতে বাংলায় লেখাই ভাল।

নিচের লেখাটি একজন পাঠকের মতামত – একটা বাংলা দৈনিক পত্রিকা থেকে নিয়েছি। পড়ে আমি অতিরঞ্জিত কিছু লিখেছি কিনা জানাবেন –
শেখ হাসিনা পদত্যাগ করলেই সমস্যা সমাধান হবে ,This lady is acting as P.M.Is clear illegal !!! People of Bangladesh should kicked her out of P.M. post now, I mean now ! All the dead body should be given to Ugly Hasina as presents. Dr. Kamal and his entourage one of the highest delegation meet the so called appointed President , Dr. Kamal is much more senior and big contributes in Bangladesh liberation war, compare to this street man Abdul Hameed so called Hasina associate President, But nation has seen the respect has shown to Dr. Kamal by this ugly face of GONDAR( President, Hameed) , who is even not could compare with Dr. Kamal’s pet DOG.

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Other Posts

Verizon Sucks

After having it for more than three years I had to cancel my Verizon Internet (FIOS) service on 09 September 2017. When I was cancelling I mentioned that bill close date was 06 September, so can I be excused for the last two days but she said no and I would be paying...

USPS Stinks

United States Postal Service won’t try to deliver your parcel if you miss it the first time even though postmen come to deliver mails six days in a week. Instead they will leave a pink slip which says you can pick it up after a certain date. First of all, postmen...

Demise

This morning while driving to work I was listening to morning news – 71 dead bodies of Syrian refuge were found from a refrigerated food delivery truck in Austria of which 59 were men, eight women and four children. Most likely they suffocated to death in the back of...

Analyze That

On the day of my baby boy’s birthday (last Sunday) we were eating pizzas. At one point my mother was telling me not to eat pepperoncinis that come with papa john’s pizzas because she thought it would give me gas. I ignored and ate two anyways since I never got problem...

America’s birthday 2022

Last two years we watched fireworks from home, so we went to see the fireworks yesterday at the park about 2.5 miles away from our house. I drove around the park but didn't get any parking, so I double parked on a street next to the park and took a quick video (linked...

Parents

#Parents can attest to the fact that they live their kids’ lives too. Their pain & pleasure depend on the well-being of their children too…

Library Time

I try to take the kids to a library once in a week to spend some times with the books and bring some books home, so they can read them during the next week. Hopefully, they will build a habit of going to the library on their own. May be one or both the kids will be...